গবিতে আন্তঃবিভাগ ফুটবলে ছেলেদের চ্যাম্পিয়ন বাংলা, মেয়েদের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম

প্রতীক্ষার ফাইনাল লড়াই শেষ হয়েছে জয়-উল্লাসে। গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার মুকুট উঠেছে বাংলা বিভাগ, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মাথায়।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ছেলেদের খেলায় ইংরেজি বিভাগকে ২–১ গোলে হারায় বাংলা বিভাগ। আর মেয়েদের ফাইনালে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ ইংরেজিকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
দিনের প্রথম ম্যাচে শুরুতেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় বাংলা বিভাগ। গোল করেন নজরুল। তবে প্রথমার্ধেই ইংরেজি বিভাগের তাইয়ুস পেনাল্টি থেকে সমতা ফেরান। খেলার দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার আগে জয়সূচক গোল করেন বাংলার চংলক। সেই গোলেই জয় নিশ্চিত হয় বাংলার।
মেয়েদের ম্যাচে একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। দলের অধিনায়ক মার্জিয়ার গোলে ইংরেজিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (ছাত্র) হয়েছেন বাংলা বিভাগের ফয়সাল আহমেদ শিতল। ম্যাচসেরা চংলক। ১০ গোল করে সেরা গোলদাতা হয়েছেন ইংরেজি বিভাগের কাফসাত তাইয়ুস এবং সেরা গোলকিপার হয়েছেন একই বিভাগের রবিন।
মেয়েদের খেলায় টুর্নামেন্ট সেরা হয়েছেন ইংরেজি বিভাগের সেলিনা আক্তার এবং সেরা গোলকিপার মীম। সেরা গোলদাতা এবং ম্যাচসেরা হয়েছেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মার্জিয়া আক্তার (১০ গোল)।
খেলা শেষে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। তিনি বলেন, ‘আজকের দিনটি প্রতীক্ষিত ছিলো। শঙ্কা থাকলেও সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। খেলোয়াড়, ক্রীড়া কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও অবদান রাখবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরে ছেলেদের ১৭টি ও মেয়েদের ১৪টি দল অংশ নেয়।
বিভি/এআই
মন্তব্য করুন: