• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

হাইভোল্টেজ ম্যাচে টস হারলো ভারত, ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশিত: ২০:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাইভোল্টেজ ম্যাচে টস হারলো ভারত, ব্যাটিংয়ে পাকিস্তান

টস করে ফিরছেন সুর্যকুমার ও আগা সালমান। ছবি- ক্রিকইনফো

দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলেও আইসিসি ও এসিসির ইভেন্টে দেখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। এমন কী গুঞ্জন ছিল এশিয়া কাপেও ম্যাচ বর্জনেরও। তবে শেষ পর্যন্ত বাইশ গজের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয়  ম্যাচে দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারত হারিয়েছিল আরব আমিরাতকে। আর পাকিস্তান হারিয়েছিল ওমানকে। আজ যে জিতবে তার সুপার ফোর নিশ্চিত হবে।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

বিভি/এজেড

মন্তব্য করুন: