• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

৮ রানে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকলো টাইগাররা

প্রকাশিত: ০০:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৮ রানে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকলো টাইগাররা

আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপের এই আসরে টিকে থাকল টাইগাররা। ইনিংসের শুরুর পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করার পর বড় সংগ্রহের স্বপ্ন দেখে ক্রিকেট ভক্তরা। তবে মিডল ওভারে রশিদ খান এবং নূর আহমেদের ঘূর্ণিতে পথ হারায় টাইগাররা। শেষ ১৪ ওভারে কেবল ৯৫ রান করে বাংলাদেশ থামে ১৫৪ রানে।

সুপার ফোরের আশা বাঁচাতে জয় লাগবেই, এশিয়া কাপের এমন ম্যাচে আজ (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে ৮ রানে জিতেছে বাংলাদেশ। 

টস জিতে আজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলে রাখা হয়নি পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবকে। দলে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে নামেন সাইফ হাসান। ভাগ্যের সহায়তা পান দুজনই। প্রথম ওভারে ক্যাচ তুলেও বেঁচে যান সাইফ হাসান। তৃতীয় ওভারে ভাগ্য সুপ্রসন্ন হয় তানজিদ হাসানের। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশ তোলে বিনা উইকেটে ৫৯।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান তাদের। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে, শ্রীলঙ্কা নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। রান রেটে এগিয়ে আছে আফগানিস্তানও। তাদের পয়েন্ট ২।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2