• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

প্রকাশিত: ২৩:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

ছবি: সংগৃহীত

আফগানিস্তানকে হারানোয় আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এতে দশম স্থান থেকে নবম স্থানে উঠেছে টাইগাররা। আর বাংলাদেশের কাছে পরাজিত হওয়ায় নবম স্থান থেকে দশক স্থানে নেমে গেছে আফগানিস্তান।  

এশিয়া কাপ শুরুর আগে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে দশম স্থানে ছিলো বাংলাদেশ। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও হেরেছে শ্রীলংকার কাছে। তবে আফগানদের বিপক্ষে জয়ী হওয়ায় বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২২ হয়েছে। টাইগারদের কাছে হেরেও আফগানদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২২। তবে দুই দলের রেটিং সমান হলেও পয়েন্টের ব্যবধানে অনেক এগিয়ে থেকে নবম স্থানে উঠেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক নম্বর দেশে ভারত। এরপরই অস্ট্রেলিয়া দ্বিতীয়, ইংল্যান্ড তৃতীয়, চতুর্থ নিউজিল্যান্ড এবং পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা। ৬ষ্ঠ স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ার দুই দেশ শ্রীলংকা সপ্তম এবং পাকিস্তান আছে অস্টম স্থানে। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2