• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

আজ লঙ্কা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে টাইগাররা

প্রকাশিত: ১১:১৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজ লঙ্কা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে টাইগাররা

ছবি: সংগৃহীত

আজ শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ। সেদিন সুপার ফোরে ওঠার সহজ সমীকরণ মেলাতে লঙ্কানদের জয় কামনা করেছিলো বাংলাদেশ, একদিনের বিরতিতে সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবার মাঠে নামছে লিটন দাসরা।

লঙ্কা সিংহদের বধের পরিকল্পনায় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। এদেশের ক্রিকেট ভক্তরাও প্রহর গুণছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের। গ্রুপ পর্বে সুপার ফোরে উঠে এশিয়ার সেরা চার দল। গ্রুপ-এ থেকে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বি গ্রপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার ফোরে প্রতিটি দলই একে অন্যের মোকাবেলা করবে। যদিও পারফরমেন্সের বিচারে চার দলের মধ্যে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ।

বি-গ্রপের তিন ম্যাচে জিতে সেরা চারে জয়গা পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ দুটি জয় পেলেও অপেক্ষায় থাকতে হয়েছে লঙ্কানদের বিপক্ষে আফগানদের পরাজয়ের। গ্রুপ পর্বে এই লঙ্কা বিপক্ষে খুব সহজেরই ধরাশায়ী হয়েছে বাংলাদেশ।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2