টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সোহান-রিশাদ

টস করছেন লিটন দাস ও দুষ্মন্ত চামিরা। ছবি- এসিসি
গ্রুপপর্বের ঝক্কি শেষে আজ শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি টাইগাররা। দুবাইয়ে ম্যাচের আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে লঙ্কান সেনাপতি আসালাঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি।
শনিবার রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। আজকের একাদশে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। আগের ম্যাচে সুযোগ পাওয়া নুরুল হাসান সোহান আজ বাদ পড়েছেন। একই সাথে স্পিনার রিশাদ হোসেনও নেই একাদশে। জায়গা পেয়েছেন মাহেদী হাসান ও শরিফুল ইসলাম।
তবে শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই। খেলছেন আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ শোনা স্পিনার দুনিত ভেল্লালাগে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (ক্যাপ্টেন, উইকে), তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েললাগে, দুষ্মন্ত চামিরা ও নুয়ান থুসারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: