• NEWS PORTAL

  • রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

পাওয়ার প্লের পরই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ২১:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পাওয়ার প্লের পরই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

দুটি ক্যাচ তালুবন্দী করেছেন সাইফ হাসান। ছবি- ক্রিকইনফো

এশিয়া কাপের চলছে সুপার ফোরের লড়াই। এই পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এর আগে গ্রুপপর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। সেখানে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। আজ আগে ব্যাটিং করছে লঙ্কানরা।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বল হাতে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসের কাছে ছক্কা হজম করেন শরিফুল ইসলাম। তবে আক্রমণাত্মক শুরু করা লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

পঞ্চম ওভারের শেষ বলে পাথুম নিশাঙ্কা ডিপ মিডউইকেটে উড়িয়ে মারলে তা সাইফ হাসান লুফে নেন। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ২২ রান করেছেন এই ওপেনার। নিশাঙ্কা ফিরলেও আরেক ওপেনার মেন্ডিস রানের চাকা সচল রাখেন। ফলে পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান তোলে শ্রীলঙ্কা। 

তবে পাওয়ার প্লে শেষে রানের চাকায় লাগাম দেয় বাংলাদেশ। তুলে নেয় দুটি উইকেটও। খেলায় ফিরেছে বাংলাদেশ। অষ্টম ওভারে চতুর্থ বলে শেখ মেহেদির ঘূর্ণি উড়িয়ে মারলে মেন্ডিসকে তালুবন্দি করেন সাইফ। ২৪ বলে ৩৪ রান করেছেন তিনি।

এরপর তৃতীয় উইকেটও তুলে নেন মেহেদি। দশম ওভারে প্রথম বলেই বাংলাদেশকে আরেকবার উল্লাসে মাতার উপলক্ষ এনে দিয়েছেন মেহেদী হাসান। এই অফ স্পিনার বোল্ড করেন ধুঁকতে থাকা কামিল মিশারাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৮ রান তুলেছে শ্রীলঙ্কা। কুশল পেরেরা ৮ ও দাসুন শানাকা ৯ রানে ক্রিজে আছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2