• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ ২০২৫

ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন কোচ, সেই পরীক্ষা আজ

প্রকাশিত: ০৯:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন কোচ, সেই পরীক্ষা আজ

ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন, বাংলাদেশের কোচ ফিল সিমন্স। আজ (২৪ সেপ্টেম্বর) এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে সবচেয়ে অনিশ্চয়তায় ছিলো বাংলাদেশ। নিজেদের ভাগ্য ফেরাতে অন্য দলের জয়-পরাজয়ের হিসাব মেলাতে হয়েছে। সেই বাংলাদেশই এখন ফাইনালের স্বপ্ন দেখছে। প্রথম ম্যাচে লংকা বধ করে টাইগারদের সম্ভাবনার পালে লেগেছে জোর হাওয়া।

এবার সামনে ভারত, টুর্নামেন্টে যারা হট ফেভারিট। একটাও ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। তারপরও আত্মবিশ্বাসের কমতি নেই বাংলাদেশের কোচ ফিল সিমন্সের। তিন দিনের বিরতিতে ভারত বধের পরিকল্পনা এঁটেছে টিম টাইগার্স। পালা এবার মাঠে তা প্রয়োগের।

টুর্নামেন্টে বাংলাদেশই একমাত্র দল, যাদের পরপর দুই দিন খেলতে হবে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশের ঠিক বিপরীত অবস্থা ভারতের। গ্রুপ পর্যায় থেকে সুপার ফোর, টানা চার জয়ে উড়ছে দলটি। বাংলাদেশ যেখানে খেলছে পরপর দুই দিনে দুই ম্যাচ, সেখানে ভারতের প্রতিটা ম্যাচের আগে লম্বা বিরতি।

বাংলাদেশকে নিয়ে যদিও খুব বেশি ভাবার কিছু নেই ভারতের। ১৭ ম্যাচের ১৬টিতেই জয় তাদের। বাংলাদেশের সামনে সুযোগ ব্যবধানটা কমিয়ে আনার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2