• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপের তিনটি মাস্কট প্রকাশ, কোনটার অর্থ কী?

প্রকাশিত: ১৯:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২০২৬ বিশ্বকাপের তিনটি মাস্কট প্রকাশ, কোনটার অর্থ কী?

আগামী বছরের জুন-জুলাইয়ে বসবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের আস। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—এই তিন দেশে হবে ২৩তম আসর। ৪৮ দলের বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই প্রকাশ করা হয়েছে তিনটি মাস্কট। যা বাড়িয়ে দিয়েছে উন্মাদনা।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম। যার প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার  তিনটি রঙিন মাস্কট প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফিফা তাদের নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিশ্ব ফুটবলের জমকালো এই টুর্নামেন্টের জন্য তিনটি রঙিন মাস্কট প্রকাশ করেছে। আয়োজক তিন দেশের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরেছে ওই তিনটি মাস্কট। যাদের নাম ম্যাপল, জায়ু, ক্লাচ।

ম্যাপল মাস্কট কানাডার প্রতিনিধিত্ব করছে। আমেরিকা অঞ্চলের বিশেষ এক ধরনের মুজকে বিশ্বকাপের মাস্কট ধরা হয়েছে। কানাডার জাতীয় পতাকায় প্রতীক হিসেবে যে ম্যাপল পাতা রয়েছে, সেখান থেকেই মূলত ম্যাপলকে মাস্কট হিসেবে ধরে নেওয়া। মাঠে ম্যাপলকে অদম্য প্রহরীর মতো গোলরক্ষক বিবেচনা করা হয়েছে। যিনি মাঠে দারুণ গোলকিপিংয়ের মাধ্যমে দলকে বাঁচাবেন। মাঠের বাইরে তিনি নগর সংস্কৃতি ও গানের খুব ভক্ত।

জায়ু মাস্কট বিশ্বকাপে মেক্সিকোর প্রতিনিধিত্ব করছে। মেক্সিকোর জঙ্গলে থাকা জাগুয়ার এখানে প্রতীক হিসেবে ধরা হচ্ছে। মাঠে জায়ু অপ্রতিরোধ্য স্ট্রাইকার। মাঠের বাইরে সে মেক্সিকোর রান্না, নৃত্য ও ঐতিহ্যর প্রতিনিধিত্ব করে। 

আর ক্লাচ প্রতিনিধিত্ব করছে যুক্তরাষ্ট্র। এখানে প্রতীক হিসেবে ধরা হয়েছে ঈগল। মাঠে মিডফিল্ডার যেমন দলের মধ্যে বন্ধন তৈরি করে, ক্লাচ এখানে প্রতীকী মিডফিল্ডার। 

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, তিন মাস্কট দারুণ হয়েছে। আমরা ম্যাচে দর্শকদের আনন্দদায়ক পরিবেশ উপভোগের ব্যবস্থা করছি। তিন মাস্কট উত্তর আমেরিকা ও পুরো বিশ্বের সবার হৃদয় জয় করবে। আমি এরই মধ্যে শিশুদের পোশাক, ফুটবল কিংবদন্তিদের পোশাকে মাস্কট আঁকার কাজ শুরু করেছি। বিশ্বজুড়ে ফুটবল ভক্ত-সমর্থকেরা ভিডিও গেমস হিসেবেও খেলতে পারবেন।

২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ৪৮ দলের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহর, মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে হবে আগামী বিশ্বকাপ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2