নিয়ম রক্ষার ম্যাচে ভারতের দুর্দান্ত শুরু

এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিয়ম রক্ষার ম্যাচে টসে হেরে ব্যাট করছে ভারত। শেখ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে ৫১ রান করেছে সুরিয়াকুমার যাদবের দল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচের আগে টস জিতে শ্রীলঙ্কা। পরে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক চারিথ আশালঙ্কা।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আশালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, দুশমন্তে চামিরা ও নুয়ান থুশারা।
ভারতীয় একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তি, আরশদিপ সিং।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: