লা লিগায় রিয়াল মাদ্রিদের জয়োৎসব

এবার দাপুটে পারফরমেন্সে স্প্যানিশ লা লিগায় জয়োৎসব করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার লেভান্তের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে মাদ্রিদ জায়ান্টদের জয় ৪-১ ব্যবধানে। অন্য দুই গোলদাতা ভিনিসিউস জুনিয়র ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
লেভান্তের মাঠে রিয়াল আক্রমণে থেকে ২৮ মিনিটে ভিনিসিউসের গোলে এগিয়ে যায়। ভালভের্দের পাস বক্সের ভেতর ডান দিকে পেয়ে আচমকা শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৩৮ মিনিটে মাস্তানতুয়োনোর গোলে ব্যবধান বাড়ায় জাভি আলোন্সোর দল। মাঝমাঠ থেকে ভিনিসিউসের বাড়ানো পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন ১৮ বছরের আর্জেন্টাইন উইঙ্গার।
কোনঠাসা লেভান্তে ৫৪ মিনিটে ব্যবধান কমালে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন এমবাপ্পে। ডি-বক্সে ফরাসি তারকা নিজেই ফাউলের শিকার হয়েছিলেন। দুই মিনিটের মধ্যে এমবাপ্পে স্কোরলাইন ৪-১ করে ফেলেন। আর্দা গিলেরের পাস নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষককে পাশ কাটিয়ে বল জালে পাঠান ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা।
লা লিগায় গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার এবার গোল হলো সাতটি। ছয় খেলায় পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনাকে পাঁচ পয়েন্ট দূরে রাখলো রিয়াল। এক ম্যাচ কম খেলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: