• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল ও চেলসি

প্রকাশিত: ১১:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল ও চেলসি

প্রত্যাশিত জয়েই লিভারপুল ও চেলসি ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে। মঙ্গলবার রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ঘরের মাঠে ২-১ গোলে সাউদাম্পটনকে, চেলসি প্রতিপক্ষের মাঠে লিঙ্কন সিটিকে একই ব্যবধানে হারিয়েছে।

আসরের রেকর্ড চ্যাম্পিয়ন লিভারপুলের এবার শিরোপা ধরে রাখার মিশন। গত মৌসুমে দশমবার এই শিরোপা ঘরে তোলা আর্নে স্লটের দল মঙ্গলবার ঘরের মাঠে সাউদাম্পটনের বিপক্ষে খেলে তৃতীয় রাউন্ডের ম্যাচ। প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশনে টানা পঞ্চম জয়ে উড়তে থাকা লিভারপুল ৪৩ মিনিটে এগিয়ে যায়। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির ক্লাবটির জালে বল পাঠান সুইডিশ স্ট্রাইকার আক্সান্দার ইসাক। ৭৬ মিনিটে সাউদাম্পটনের ইংলিশ মিডফিল্ডার শিয়া চার্লস গোল শোধ দিলে ৮৫ মিনিটে লিভারপুলের হুগো একিতিকে ম্যাচের পার্থক্য গড়ে দেন। পরের মিনিটেই ফরাসি স্ট্রাইকার ফাউল করে লাল কার্ড দেখেন।

অন্য ম্যাচে পাঁচবারের লিগ কাপজয়ী চেলসি চতুর্থ সারির ক্লাব লিঙ্কন সিটির মাঠে ৪২ মিনিটে পিছিয়ে পড়ে। লিঙ্কনের গোলদাতা ইংলিশ স্ট্রাইকার রব স্ট্রিট। ৪৮ মিনিটে চেলসির তরুণ ইংলিশ উইঙ্গার টাইরিক জর্জ গোল শোধ দেন। দুই মিনিটের মধ্যে আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ফাকুন্দো বুয়োনানোতি গোল করে এগিয়ে নেন স্বাগতিকদের। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে জয়ে মাঠ ছাড়ে এঞ্জো মারেস্কার দল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2