মাত্র ১৪ বছর বয়সী ‘বিস্ময় বালকের’ সর্বোচ্চ ছক্কার রেকর্ড

মাত্র ১৪ বছর বয়সেই ব্যাট হাতে একের পর এক অবিশ্বাস্য সব কীর্তি ঝুলিতে জড়ো করছেন ভারতের বৈভাভ সুরিয়াভানশি। এবার যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়লেন এই বিস্ময়-বালক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্রিজবেনে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬টি ছক্কা হাঁকিয়ে আগের রেকর্ডধারী উন্মুখ চাঁদকে টপকে যান সুরিয়াভানশি। মাত্র ১০ ম্যাচ খেলেই তার নামের পাশে জমা হলো ৪১ ছক্কা। উন্মুখ চাঁদ ২১ ম্যাচে করেছিলেন ৩৮ ছক্কা।
ছক্কার তালিকায় এরপর আছেন বাংলাদেশের জাওয়াদ আবরার (৩৫), পাকিস্তানের শাহজাইব খান (৩১), ভারতের ইয়াশাসভি জয়সওয়াল (৩০) ও বাংলাদেশের তাওহিদ হৃদয় (৩০)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস শুরু করতে নেমে সুরিয়াভানশি ৬৮ বলে ৭০ রান করেন ৫ চার ও ৬ ছক্কায়। তার হাত ধরেই ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে ৩০০ রান।
এর আগেও বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন এই কিশোর প্রতিভা। ১৪ বছর ১০০ দিন বয়সে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের ইনিংস খেলে যুব ওয়ানডেতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি। একই ইনিংসে ৫২ বলে শতক স্পর্শ করে গড়েছিলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও।
টি টোয়েন্টিতেও ঝড় তুলেছেন সুরিয়াভানশি। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে শতক হাঁকান তিনি। ৩৮ বলে ১০১ রানের ইনিংসে ছিল ১১টি ছক্কা। এটি শুধু আইপিএলে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরিই নয়, টি টোয়েন্টিতে ১৮ বছরের কম বয়সী কোনো ক্রিকেটারের প্রথম শতকও।
বিভি/টিটি
মন্তব্য করুন: