• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফিল্ডিংয়ে বাংলাদেশ, লিটনসহ একাদশে ৪ পরিবর্তন

প্রকাশিত: ২০:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফিল্ডিংয়ে বাংলাদেশ, লিটনসহ একাদশে ৪ পরিবর্তন

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারাতে ফাইনালের টিকিট অনেকটাই নিশ্চিত হবে টাইগারদের। সেই লক্ষ্যে আজ মাঠে নেমেছে লিটন বাহিনী। তবে পাঁজরে চোটের কারণে এই ম্যাচে নেই অধিনায়ক লিটন দাস। তার বদলে নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলি। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে  ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।

অধিনায়ক লিটনসহ একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তাদের জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান ও লিটন দাস।

বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক/উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন মু

ভারত একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2