• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

অভিষেক ঝড়ের পর ভারতকে ১৬৮ রানে থামালো বাংলাদেশ

প্রকাশিত: ২২:১৯, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অভিষেক ঝড়ের পর ভারতকে ১৬৮ রানে থামালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শুরু থেকে ব্যাট হাতে যেভাবে ঝড় তুলছিলো ভারতের ব্যাটাররা, তাতে রান দুইশ পেরিয়ে যাওয়ার কথা ছিলো। তাদের সংগ্রহ শতরান পেরিয়েছিলো মাত্র ১০.১ ওভারেই। তবে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান সে ঝড় থামিয়ে লড়াইয়ে রাখে বাংলাদেশকে।

দুবাইতে বুধবার (২৪ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন অভিষেক শর্মা। টাইগারদের হয়ে রিশাদ দুটি আর মোস্তাফিজ ও সাইফউদ্দিন একটি করে উইকেট নিয়েছেন।

নতুন বলে দারুণ শুরু করেছিলেন তানজিম হাসান সাকিব। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন তিনি। পরের ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নাসুম আহমেদও ভালো বোলিং করেছেন। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের সম্ভাবনা তৈরি করেছিলেন সাকিব। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ফেলেছেন জাকের আলি।

৭ রানে জীবন পাওয়া অভিষেক পরের ওভারেই জ্বলে উঠেন। নাসুমকে দুই ছক্কা ও এক চার মেরে হাত খুলে খেলা শুরু করেন। সেই শুরু, এরপর পুরো পাওয়ার প্লের বাকি ওভারগুলোতে রীতিমতো ঝড় বইয়ে দেন। ৩ ওভারে ১৭ করা ভারত পাওয়ার প্লের পরের ৩ অভারে তুলে ৫৫ রান। সবমিলিয়ে ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৭২ রান।

পাওয়ার প্লে শেষেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে প্রথম অবার আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন রিশাদ। এই লেগিকে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন শুবমান গিল। সাজঘরে ফেরার আগে ১৯ বলে করেন ২৯ রান। নবম ওভারে আবারো উইকেট পেয়েছেন রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করতে পারেননি।

ব্যাক্তিগত ফিফটি পেয়েছেন দারুণ ফর্মে থাকা অভিষেক শর্মা। ২৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ফিফটির পরও আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অভিষেক। শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েছেন তিনি। রিশাদের দুর্দান্ত থ্রোতে স্টাম্প ভাঙেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৭৫ রান করেছেন এই ওপেনার।

এর চারবল পরই ফিরেছেন সূর্যকুমার যাদবও। ভারত অধিনায়ককে জাকেরের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। ১১ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। সূর্যের পথে হেঁটেছেন তিলক ভার্মাও। ৭ বলে করেছেন ৫ রান।

হার্দিক পান্ডিয়া এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেছেন ৩৮ রান। এ ছাড়া অক্ষর প্যাটেল করেছেন ১৫ বলে অপরাজিত ১০ রান।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2