• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বিসিবি ‍নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

প্রকাশিত: ১৯:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিসিবি ‍নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটার তালিকা নিয়ে চলছিল নানান গুঞ্জন। তবে নির্বাচন কমিশন প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। এতে জায়গা পেয়েছেন মোট ১৯১ জন কাউন্সিলর। ফিরেছে ১৫টি ক্লাব এবং কয়েকটি জেলাও। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

প্রাথমিক তালিকায় বাদ পড়লেও ঢাকার ১৫ ক্লাবের কাউন্সিলররা শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন। এর মধ্যে ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কারণ দেখিয়ে এসব ক্লাবকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আজ ভার্চুয়াল বৈঠকে বসে। সেখানেই চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করা হয়।

ঢাকার যে ১৫ ক্লাব নতুন করে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে—এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব।

জেলা থেকেও নতুন সংযোজন হওয়া পাঁচ জেলা—সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন পেয়েছে। তবে নরসিংদী জেলার আসন আবারও শূন্য রাখা হয়েছে। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও এ জেলার নাম ছিল না।

চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ আরও বাড়ল। এখন সব নজর ৬ অক্টোবরের দিকে, যখন এই ভোটাররাই নির্ধারণ করবেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2