• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

প্রকাশিত: ০৯:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলের ফাইনালে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

বয়সভিত্তিক সাফের দশম আসরে দাপটের সাথেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে নাজমুল হুদা ফয়সালরা।

গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে সমান ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে ওঠে সেমিফাইনালে। শেষ চারে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে পা রাখে লাল-সবুজেরা।

উপমহাদেশীয় বয়সভিত্তিক আরেকটি টুর্নামেন্টের ফাইনালে আবারো মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশ। এবারের আসরে অন্যতম ফেভারিট ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। সর্বশেষ দুই ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি উৎসব করেছে তারা।

২০২৩ এ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৭ পর্যায়ে ভারতের কাছে হেরে হতাশ হতে হয় লাল-সবুজের দলকে। প্রতিশোধের আগুন কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের চোখে। বাড়তি আত্মবিশ্বাস নিয়েই ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামবে ছোটনের দল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2