• NEWS PORTAL

  • বুধবার, ০১ অক্টোবর ২০২৫

৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে বিধ্বস্ত করলো আতলেতিকো 

প্রকাশিত: ০৮:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৭৫ বছরের রেকর্ড ভেঙে রিয়ালকে বিধ্বস্ত করলো আতলেতিকো 

লা লিগার মাদ্রিদ ডার্বিতে ঘটল অপ্রত্যাশিত এক ইতিহাস। সান্তিয়াগো বার্নাব্যুর দল রিয়াল মাদ্রিদকে ৫–২ গোলে বিধ্বস্ত করেছে আতলেতিকো মাদ্রিদ। ৭৫ বছর পর এক ম্যাচে ৫ গোল খেল রিয়াল। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে হেরেছিল তারা।

রিয়াল লিগে প্রথম ৬ ম্যাচে জয় পেয়েছিল টানা। অন্যদিকে আতলেতিকোর জয় ছিল মাত্র দুটি। তবে নিজস্ব মাঠ মেত্রোপলিতানোয় আতলেতিকো প্রমাণ করে দিল, ডার্বির লড়াইয়ে হিসাব-নিকাশ দিয়ে কিছু মাপা যায় না।

১৪ মিনিটেই আতলেতিকোকে এগিয়ে দেন রবিন লে নরমান্দ। তবে ১১ মিনিটের মাথায় সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে—এ মৌসুমে এটি তাঁর সপ্তম ম্যাচের অষ্টম গোল। এরপর ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে গোল করে রিয়ালকে ২–১ এ এগিয়ে দেন আর্দা গুলের।

কিন্তু বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে আতলেতিকো। প্রথমার্ধের যোগ করা সময়ে কোকের ক্রসে হেডে গোল করেন আলেক্সান্ডার সরলথ।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আতলেতিকো। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হুলিয়ান আলভারেজ। এরপর ৬৩ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান বাড়ান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড, যিনি আগের ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক।

ম্যাচের একেবারে শেষ দিকে, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লা লিগায় টানা ২২ ম্যাচ গোলশূন্য থাকার পর জালে বল জড়ান আঁতোয়ান গ্রিজমান। স্কোরলাইন দাঁড়ায় ৫–২ এ।

বড় হারের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আতলেতিকো এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে। ১৬ পয়েন্ট পাওয়া বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যেতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2