• NEWS PORTAL

  • বুধবার, ০১ অক্টোবর ২০২৫

এশিয়া কাপ: পাকিস্তানের প্রতিশোধ নাকি ভারতের আধিপত্য?

প্রকাশিত: ১৮:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এশিয়া কাপ: পাকিস্তানের প্রতিশোধ নাকি ভারতের আধিপত্য?

এশিয়া কাপের গ্র্যান্ড ফাইনাল আজ। দুবাইয়ে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারতের মুখোমুখি হবে চীরপ্রতিদ্বন্দ্বি কিন্তু আনপ্রেডিকটেবল পাকিস্তান।  এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। খেলা শুরু হবে রাত সাড়ে ৮ টায়। 

ক্রিকেট মাঠে উপমহাদেশের দুই রাইভেলারি'র মুখোমুখি মানে অন্য রকম উত্তাপ ও উত্তেজনা। যদিও এশিয়া কাপের এই আসরে দু'বার সহ টানা ৬ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে; দুই চীরপ্রতিদ্বন্দ্বির লড়াইকে একেপেশে করে ফেলেছে ভারত। 

অধিনায়ক সূর্যকুমার যাদব তাই বড় গলায় বলতে পারছেন, পাকিস্তানকে আর এখন প্রধান প্রতিদ্বন্দ্বি মনে করে না ভারত। আসলে গৌতম গম্ভীরের দলে এখন অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বিপ যাদব, অক্সর প্যাটেল, বরুন চক্রবর্তিদের মত এত ম্যাচ উইনিং ক্রিকেটার আছেন; যারা এখন অন্য গ্রহের ক্রিকেট খেলে ভারতকে নিয়ে গেছেন সর্বোচ্চ উচ্চতায়। 

বিশেষ করে দুই ওপেনার অভিষেক শর্মা ও গিল তো পাওয়ার প্লে'তেই নিয়মিত ঝড় তুলে, প্রতিপক্ষর জন্য ম্যাচকে কঠিন করে তুলছেন। দারুণ ব্যালেন্স এক দল নিয়ে টুর্নামেন্টে টানা ৬ ম্যাচে জয়; ফাইনালে পরিস্কার ফেভারিট ভারত। 

অন্যদিকে বাংলাদেশের সীমাহীন ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে আরেকবার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে পাকিস্তান। এই আসরে আগের দুই ম্যাচে ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সালমান আগার দল। আনপ্রেডিকটেবল পাকিস্তান ফাইনালে কতটা প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে পারে, তাই এখন দেখার বিষয়। ফাইনালে দুই বারের চ্যাম্পিয়ন পাকিস্তান; ৮বারের চ্যাম্পিয়ন ভারতের শেষ হাঁসি কেড়ে নিতে পারে কিনা; তাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।    

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2