• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

টাইগারদের সামনে আজ আফগানদের ধবল ধোলাইয়ের সুযোগ

প্রকাশিত: ১৬:০৬, ৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
টাইগারদের সামনে আজ আফগানদের ধবল ধোলাইয়ের সুযোগ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার মিশনে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের লক্ষ্য ৩-০'তে সিরিজ জয়। অন্যদিকে, ওয়ানডে সিরিজের আগে শেষ টি-টোয়েন্টিতে জয়ের প্রত্যাশা রশিদ খানদের।  

আফগানিস্তানের বিপক্ষে এর আগে তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০১৮ সালে ভারতে দুই দেশ প্রথম মুখোমুখি হয়। সেখানে ৩-০'তে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। 

এরপর ২০২১ সালে তিন ম্যাচের হোম সিরিজ ১-১'এ ড্র করে বাংলাদেশ। তবে ২০২৩ সালে দেশের মাটিতে আফগানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় টাইগাররা। সিরিজটি ২-০'তে জিতেছিলো সাকিব আল হাসানের দল। 

এবার নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে রশিদ খানদের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জিতলো বাংলাদেশ। শারজায় সিরিজটি ৩-০'তে জয়ের সুযোগ আছে জাকের আলীদের। সেজন্য ব্যাটারদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। 

প্রথম ম্যাচে আফগানদের ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ওপেনিংয়ে ১০৯ রানের জুটি গড়ার পরেও ৯ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষ দিকে অহেতুক তিন উইকেট হারিয়ে সেই চাপ আরও বাড়ায় টাইগাররা। 

দুটি ম্যাচেই নুরুল হাসান সোহান 'ফিনিশারের' চমৎকার দায়িত্ব পালন করায় জয়ের স্বস্তিতে মাঠ ছাড়তে পারে বাংলাদেশ দল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2