• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বিসিবির প্রথম নারী পরিচালক হয়ে এলেন রুবাবা দৌলা 

প্রকাশিত: ১৬:৪৭, ৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিসিবির প্রথম নারী পরিচালক হয়ে এলেন রুবাবা দৌলা 

বিসিবি নির্বাচনের কয়েক ঘণ্টার ব্যবধানে গত রাতেই নিজের পরিচালক পদ হারান এম ইসফাক আহসান। তার বদলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন পেয়ে বিসিবির নতুন পরিচালক হয়েছেন রুবাবা দৌলা মতিন। বিসিবিতে প্রথম নারী পরিচালক হয়ে এলেন এই বিশিষ্ট ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব।  

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পরপর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থীকে নিয়ে হইচই পড়ে যায়। এনএসসির দুজন প্রার্থীর একজন ছিলেন ইসফাক। যিনি মূলত দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনের জন্য মনোনয়ন চেয়েছিলেন। 

সোমবার বিসিবি পরিচালক হওয়ার কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগ সম্পৃক্ততার কারণে কেড়ে নেওয়া হয় ইসফাকের পদ। এরপর মঙ্গলবার মনোনয়ন দেওয়া হয় রুবাবাকে। 

রুবাবা দৌলা মতিন বাংলাদেশের কর্পোরেট জগতের একজন বড় নাম। তিনি কাজ করেছেন গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে। টেলিকম সেক্টরে দুই দশকের ক্যারিয়ার তাকে দিয়েছে খ্যাতি। 

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ-নেপাল-ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেছেন রুবাবা। উচ্চতর ডিগ্রি নিয়েছেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে। টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সবশেষে ওই প্রতিষ্ঠানের চিফ কমিউনিকেশনস অফিসার পদেও কর্মরত ছিলেন। 

পেশাগত কাজের বাইরে খেলার সঙ্গেও যুক্ত আছেন রুবাবা। তিনি গলফ খেলেন ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্টও হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2