• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

জ্যোতি-ঝিলিক ব্যর্থ, ঝড় তুললেন রাবেয়া, ফিফটি সোবহানার

প্রকাশিত: ১৯:৩০, ৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জ্যোতি-ঝিলিক ব্যর্থ, ঝড় তুললেন রাবেয়া, ফিফটি সোবহানার

ফিফটি ছুয়েছেন সোবহানা (বায়ে) ঝড়ো ব্যাটিং করেছেন রাবেয়।

এক সময় মনে হচ্ছিলো দেড়শ রানও করতে পারবে না বাংলাদেশ। তবে রাবেয়া খানের ক্যামিওতে ভর করে প্রায় ১৮০ রানের কাছাকাছি টার্গেট দিয়েছে টাইগ্রেসরা। নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আগে ব্যাটিং করে ১৭৮ রানে অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে টস হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করে বাংলাদেশে চেপে ধরে ইংলিশ প্রমীলা বোলাররা। ১৭৯ রান করলেই জিততে পারবে তারা।

আগের ম্যাচে ফিফটি করা রুবাইয়া হায়দার ঝিলিকের ব্যাট আজ হাসেনি। ৯ বল খেলে ৪ রানে আউট হয়েছেন তিনি। আরেক ওপেনার শারমিন আক্তার উড়ন্ত শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ৫২ বলে ৩০ রান করার পথে মেরেছে ৫টি চার। তিনি ফেরার পর দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক জ্যোতি। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।

এরপর বাংলাদেশের রানে ভাটা পড়ে। মাঝের ওভারগুলোতে ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ। এক প্রান্তে সোবহানা মোশতারি উইকেট আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। 

শেষদিকে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ২৭ বলে ঝড় তুলে অপরাজিত ৪৩ রান করেন রাবেয়া খান। ৬ চার ও এক ছক্কায় প্রায় ১৬০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া মোশতারির ব্যাট থেকে এসেছে ১০৮ বলে ৬০ রান।

ইংল্যান্ডের হয়ে সোফিয়া একলেস্টোন ৩টি উইকেট শিকার করেন। এছাড়া লিন্সে স্মিথ অ্যালিস ক্যাপসে, চার্লি ডিয়ান দুটি করে এবং লরেন বেল একট উইকেট লাভ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2