টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত টাইগারদের

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রবিবার (৫ অক্টোবর) শারজায় অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ রয়েছে টাইগারদের।
এদিকে, বাংলাদেশ একাদশে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার স্থানে দলে যুক্ত হয়েছে তানজিম সাকিব। আফগানদের দলেও পরিবর্তন একটি। নূর আহমেদ খেলছেন না, এসেছেন বশির আহমেদ।
বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, ওয়াফিউল্লাহ তারাখিল, মুজিব উর রহমান, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: