আফগানিস্তানকে হোয়াইটওয়াশে টাইগারদের প্রয়োজন ১৪৪ রান

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শারজায় অনুষ্ঠিত তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে আফগানিস্তান সংগ্রহ করেছে ১৪৩ রান।
এর আগে টি-টোয়েন্টির দুই ম্যাচেই জয় পায় জাকির হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশের চেষ্টা বাংলাদেশের।
তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করেছে দারুইশ রাসোলি। বাংলাদেশের হয়ে সাইফুদ্দিন নিয়েছে ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম সাকিব নিয়েছে দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছে শরিফুল ও রিশাদ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: