চোট পেয়েছেন এমবাপ্পে, দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদের কোচ

গোড়ালি মচকানোর চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-১’এ জেতা স্প্যানিশ লা লিগার ম্যাচটিতে দলের পক্ষে তৃতীয় গোলটি করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন ফরাসি তারকা।
দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পেকে নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছেন রিয়াল কোচ জাভি আলোন্সো। শনিবার রিয়ালের মাঠ সান্তুয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে চোট পেয়ে ডাগআউটে ফেরেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা। এই ঘটনার দুই মিনিট আগে রিয়ালের পক্ষে তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। যা তার ক্যারিয়ারে টানা নবম ম্যাচে গোল করার রেকর্ড।
আন্তর্জাতিক বিরতির আগে রিয়ালের এটাই ছিলো শেষ ম্যাচ। আর ম্যাচটি ৩-১ গোলে জিতে এবারের লা লিগায় জয়ে ফেরার পাশাপাশি পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ফিরে পায় মাদ্রিদ জায়ান্টরা।
৮ খেলায় ৭ জয় ও এক হারে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে দুই পয়েন্ট পেছনে ফেলেছে আলোন্সোর দল। লিগে মাদ্রিদের পরবর্তী ম্যাচ ১৯ অক্টোবর গেটাফের কিপক্ষে।
আর ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে এমবাপ্পের ফ্রান্স আগামী শুক্রবার আজারবাইজানের বিপক্ষে খেলে তিনদিন পর আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। রিয়াল কোচ জানিয়েছেন, এমবাপের চোটটি আপাতত হালকা হলেও বিষয়টি আরও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: