• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

৮ বছর পর আবারও বিশ্বকাপের টিকিট পেলো সালাহর মিসর

প্রকাশিত: ১০:৩৩, ৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৮ বছর পর আবারও বিশ্বকাপের টিকিট পেলো সালাহর মিসর

ছবি: সংগৃহীত

গতকাল বিশ্বকাপ বাছাইয়ে জিবুতিকে হারিয়েছে মিসর। এই জয়ে আফ্রিকা অঞ্চলের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মিসর। তাতে ৮ বছর পরে আবারও বিশ্বকাপের টিকিট পেলো মোহাম্মদ সালাহরা।

কাসাব্লাংকায় জিবুতির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে মিসর। যেখানে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন দেশটির সবচেয়ে বড় তারকা লিভারপুল ফরোয়াড মোহাম্মদ সালাহ।

বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মিসর। তাদের এখনো এক ম্যাচ বাকি থাকলেও ইতোমধ্যেই বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়ে গেছে। এই মিশনে মিসরের হয়ে ৯টি গোল করেছেন সালাহ। এবারের বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে সালাহই সর্বোচ্চ গোলদাতা।

চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেলো মিসর। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিলো তারা। এরপর ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে সুযোগ পেয়েছে। গত বিশ্বকাপে জায়গা না পেলেও এবার তারা ফিরছে বিশ্বমঞ্চে।

১৯তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো মিসর। ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেবে আরও ২৭টি দল।

এখনো পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো-

কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক), আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান, মরক্কো, তিউনিসিয়া, মিসর ও নিউজিল্যান্ড।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2