নারী বিশ্বকাপ: নিউজিল্যান্ডের বিপক্ষে আজ জয় চায় টাইগ্রেসরা

আইসিসি নারী বিশ্বকাপে বাংলাদেশ আজ শুক্রবার (১০ অক্টোবর) তাদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতের গোহাটিতে বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগ্রেসরা।
আট দলের বিশ্বকাপে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে ফেলেছে। প্রথমটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয়টিতে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও দুর্বল আম্পায়ারিংয়ের শিকার হয়ে ৪ উইকেটে হেরছে। ইংল্যান্ডের বিপক্ষে সোবহানা মোস্তারির ৬০ রান ও রাবেয়া খানের ২৭ বলে অপরাজিত ৪৩ রানে স্কোর বোর্ডে ১৭৮ রান তোলে টাইগ্রেসরা।
এরপর মারুফা আকতার, ফাহিমা খাতুনের বোলিং নৈপূণ্যে ইংল্যান্ডের ৭৮ রানে পঞ্চম এবং ১০৩ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটিয়ে জয়ের সম্ভবনাও জাগায় বাংলাদেশ। কিন্তু ভারতীয় থার্ড আম্পায়ারের বাজে সিদ্ধান্তে ইংল্যান্ডের হিথার নাইট নতুন জীবন পেয়ে অপরাজিত ৭৯ রান করে জয় ছিনিয়ে নেন।
সেমিফাইনালের সম্ভাবনা জিইয়ে রাখতে বাংলাদেশের এখন নিউজিল্যান্ডের বিপক্ষে জয় গুরুত্বপূর্ণ। আসরে অস্ট্রেলিয়ার কাছে ৮৯ রানে ও দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে যাওয়া নিউজিল্যান্ড পরিসংখ্যানে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে। দুই দলের চার ওয়ানডেতে কিউইদের জয় দুটিতে। অন্য দুই ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বিভি/এমআর
মন্তব্য করুন: