তিন গোল শোধ করেও শেষ মুহূর্তে হারলো বাংলাদেশ

হংকং চায়নার বিপক্ষে শুরুটা ভালোই করেছিলো বাংলাদেশ ফুটবল দল। এএফসি এশিয়ান কাপে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই গোল পায় হামজা। তবে, প্রথমার্ধের শেষ দিকে তা শোধ করে হংকং। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হজম করে শেষ মুহূর্তে হারে জামাল ভূইয়ার দল। গোল ব্যবধান বাংলাদেশ ৩- হংকং চায়না ৪।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। বাছাইপর্বের ম্যাচটির ফল ২০২৭ এশিয়া কাপের মূল পর্বের টিকিট পেতে ভূমিকা রাখবে। এতে এগিয়ে থাকলো হংকং।
এই হারের আগে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়ার দলের অবস্থান ছিলো ‘সি’ গ্রুপে তৃতীয়। তাদের পেছনে কেবল ভারত। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও তারা পিছিয়ে আছে গোল ব্যবধানে। অন্যদিকে, সিঙ্গাপুর ও হংকং উভয়েই ২ ম্যাচে একটি করে জিতেছে। এ ছাড়া সমান একটি করে ড্রয়ের পর তাদের পয়েন্ট ৪। এই হারে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই থেকে বিদায়ের পথটা তৈরি হলো। তিন ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন গ্রুপে সবার শেষে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: