• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

আজ বাংলাদেশ-হংকং ম্যাচ, নজর থাকবে হামজা-শমিতের দিকে

প্রকাশিত: ১৬:০৬, ৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আজ বাংলাদেশ-হংকং ম্যাচ, নজর থাকবে হামজা-শমিতের দিকে

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ আবারাও মাঠে নামবে বাংলাদেশ। হামজা চৌধুরী-জামাল ভূইয়া-শমিত শোমদের দিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। 

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছুটে যায় কোচ কাবরেরার দিকে। স্প্যানিশ এই কোচ সরাসরি উত্তর না দিয়ে জানান, ‘অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়কই থাকবে। এটি অপরিবর্তনীয়।’ 

এদিকে হামজার মতো শুরুর একাদশে অনিশ্চিত সদ্য চোট থেকে ফিরে আসা বসুন্ধরা কিংসের তারকা ডিফেন্ডার তপু বর্মণ। এছাড়া, কানাডাপ্রবাসী শমিত সোমের বিষয়েও কিছু নিশ্চিত করেননি বাংলাদেশ কোচ। 

কোচ বলেছেন, তপু উন্নতি করেছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। শমিত মাত্র একটি অনুশীলন সেশন করেছে। আজ (গতকাল) ও ম্যাচের দিন সকালে তাকে দেখে সিদ্ধান্ত নেব।

বাফুফে আনুষ্ঠানিকভাবে ২৩ জনের তালিকা প্রকাশ না করলেও দলীয় এবং কাজেম শাহ’র পারিবারিক সূত্রে জানা গেছে, হংকং ম্যাচে ২৩ জনের স্কোয়াডে নেই কানাডা প্রবাসী এই মিডফিল্ডার।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2