• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

২০২৭ বিশ্বকাপের জন্যও সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

প্রকাশিত: ১৩:২৯, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
২০২৭ বিশ্বকাপের জন্যও সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে হেরেই ওয়ানডে বিশ্বকাপের পথ কঠিন করে তুলেছে বাংলাদেশ। বর্তমান ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে আছে। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজটি বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষা। র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে না পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হতে পারে টাইগারদের।

আইসিসির নিয়ম অনুযায়ী, স্বাগতিক দক্ষিণ আফ্রিকাসহ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯টি দল বাছাইপর্বের বাধা ছাড়াই সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। ফলে বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ হলো র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে উঠে আসা। 

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইতোমধ্যে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিরিজ জিততে হলে তাই বাকি দুই ম্যাচেই জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেও নেয়, তবুও তারা র‍্যাঙ্কিংয়ের নবম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সমান ৮০ রেটিং পয়েন্ট নিয়েই নিজেদের দশম অবস্থানে রয়ে যাবে। এরপর র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিকে।

যদি আফগানিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করতে পারে বাংলাদেশ, তবে উইন্ডিজদের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেই র‍্যাঙ্কিংয়ের নবম অবস্থানে উঠে আসবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর যদি সিরিজে হেরে যায়, তবে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার বিকল্প থাকবে না বাংলাদেশের সামনে।

২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ৯টি দল (স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সহ) সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে, তবে এই সময়ের মধ্যে বাংলাদেশের তুলনায় বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারত সিরিজের আগে এফটিপিতে বাংলাদেশের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। মাঝে লম্বা সময় কেটে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। তাই এখনই র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলতে না পারলে জটিল সমীকরণের মারপ্যাচে পড়তে হবে বাংলাদেশকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2