• NEWS PORTAL

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে পুলিশের উদ্যোগে সম্প্রীতিমূলক খেলাধুলা আয়োজন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে পুলিশের উদ্যোগে সম্প্রীতিমূলক খেলাধুলা আয়োজন

খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির মধ্যে আস্থা-বিশ্বাস,সাম্প্রদায়িক-সম্প্রীতি মিলবন্ধন আরো সু-দৃঢ় করতে ব্যতিক্রমধর্মী নানা ইভেন্টের সম্প্রীতি খেলাধুলার আয়োজন করেছে জেলা পুলিশ।

আয়োজনের প্রথম দিন সোমবার(১৩ অক্টোবর) খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বালকদের সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) মোছা:শেহেলা পারভিন। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপ-পরিচালক স্থানীয় সরকার নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, পলিশের উপ-কমিশরার(পিওএমপি পূর্ব) কাজী নুসরাত এদীব লুনা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।  

খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ও এপিবিএন উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে সরকারী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।  

সম্প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক পাহাড়ি-বাঙালি দর্শকের সমাগম ঘটে। 

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান,আয়োজনের অংশ হিসেবে আগামীকাল(১৪ অক্টোবর) সকাল ৮টায় খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বালক ও বালিকাদের সম্প্রীতি মিনি ম্যারাথন ও একই দিন খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2