নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশ ভ্রমণে আর বাধা নেই সালাহউদ্দিন ও কিরণের

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী সালাহউদ্দিন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বহিরাগমন-১ শাখার উপসচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়, আগামী ১৪-২১ অক্টোবর সৌদি আরবে অনুষ্ঠিত হবে ফিফা মেম্বারস অ্যাসোসিয়েশন ২০২৬ প্ল্যানিং মিটিং ও এশিয়ান ফুটবল কনফেডারশন (এএফসি) ২০২৫ অ্যাওয়ার্ড নাইটে সালাহউদ্দিন এবং কিরণের অশগ্রহণ করার কথা রয়েছে। সেজন্য তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করে বাফুফে।
তাই তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করেছে মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে মাহফুজা আক্তার কিরণ যুগান্তরকে বলেন, ’স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছে, সেটা আমি এখনো হাতে পাইনি।’
দুর্নীতির অভিযোগ থাকার পরও কীভাবে বিদেশ ভ্রমণের অনুমতি পাচ্ছেন-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ’এ ব্যাপারে আমি কিছু জানিনা।‘
একই প্রসঙ্গে কাজী সালাউদ্দিনের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বিভি/টিটি
মন্তব্য করুন: