স্বর্ণার ঝড়ো ফিফটি, বিশ্বকাপে রেকর্ড রান তুললো টাইগ্রেসরা

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা দুই হারে বেশ চাপে আছে বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশ নারী দলের। দক্ষিণ আফ্রিকা নারী দলকে বেশ চাপেই রেখেছে জ্যোতিরা। বিশাখাপত্তনমে প্রোটিয়া নারীদের সামনে ২৩৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগ্রেসরা।]
সোমবার (১৩ অক্টোবর) আগে ব্যাটিং করে ধীর গতিতে শুরু করেছিল বাংলাদেশ প্রমীলা দল। তবে শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝড়ো গতিতে তুলে নেওয়া ফিফটিতে দুশো ত্রিশের কোটা পার করে বাংলাদেশ। যা বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সংগ্রহ।
মাত্র ৩৪ বলে স্বর্ণা আক্তার ছুয়ে ফেলেন ফিফটি। যা বাংলাদেশের হয়ে ওয়ানডেতে নারী দলের হয়ে সবচেয়ে দ্রুতগতির ফিফটি। একই ম্যাচে দুটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৩৫ বলে ৩টি চার ও ৩টি ছয়ে ৫১ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। ৮ বলে ১৯ রান করে তাকে দারুণ সঙ্গ দেন ঋতুমণি। ১৮ বলে অনবদ্য ৩৭ রানের জুটি গড়েন স্বর্ণা-ঋতু।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখে-শুনে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। রান রেট কিছুটা কম থাকলেও ৫৩ রানের উদ্বোধনী জুটি পেয়েছে বাংলাদেশ।৫২ বলে ২৫ রান করে ঝিলিক ফিরলে ভাঙে সেই জুটি। আরেক ওপেনার ফারজানা করেছেন ৭৬ বলে ৩০ রান।
তিনে নেমে আরো একবার দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার। নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করেন অধিনায়ক।
জ্যোতি ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন শারমিন। ৭৪ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ব্যাটিংয়ে শক্ত ভিত পায় বাংলাদেশ। যেখানে দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা। ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাকে খেলানো হয় পাঁচে। সোবহানা মোশতারি ৯ রানে আউট হন। রাবেয়া খান আজ বিনা রানেই সাজঘরে ফেরেন।
মিডল অর্ডারে সফল হয়ে মাত্র ৩৪ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন স্বর্ণা। যা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম। শেষদিকে স্বর্ণার সঙ্গে রান উৎসবে যোগ দেন ঋতু। ৮ বলে অপরাজিত ১৯ রান করেছেন তিনি। তাতে নারী বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হয়ে ননকুলুলেকো এমলাবা দুটি এবং ন্যাডিন ক্লার্ক ও কোলে ট্রায়োন একটি করে উইকেট শিকার করেন। শারমীন ও সোবহানা মোশতারি রান আউটে কাটা পড়েন।
বিভি/এজেড
মন্তব্য করুন: