ইতিহাসের হাতছানি মরক্কোর, সপ্তম শিরোপার খোঁজে আর্জেন্টিনা

ফুটবলের অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের রোমাঞ্চকর আসরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মরক্কো। প্রথমবারের মতো ফাইনালে উঠেছে আফ্রিকার এই দলটি। আর ২০০৭ সালের পর আবারও শিরোপা লড়াইয়ে ফিরেছে লাতিন পরাশক্তি আর্জেন্টিনা।
দুই ভিন্ন মহাদেশের প্রতিনিধিত্বকারী এই দুই দলের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হবে আগামী সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায়, চিলির রাজধানী সান্তিয়াগোতে।
সেমিফাইনালে রোমাঞ্চকর এক ম্যাচে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টিতে, যেখানে মরক্কোর তরুণরা দেখিয়েছে অসাধারণ আত্মবিশ্বাস ও স্থিরতা।
অন্যদিকে, আর্জেন্টিনা ১৮ বছর পর ফাইনালে ফেরার আনন্দে ভাসছে। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় ডিয়েগো প্লাসেন্টের শিষ্যরা। ম্যাচের ৭২তম মিনিটে প্রেস্টিয়ান্নির পাস থেকে সিলভেত্তির গোলই নির্ধারণ করে জয়। শেষদিকে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া, কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা।
ফাইনালকে সামনে রেখে এখন ফুটবলপ্রেমীদের চোখ সান্তিয়াগোতে। ইতিহাসের স্বপ্ন দেখা মরক্কো চাইছে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ নিতে, আর ঐতিহ্যের ধারক আর্জেন্টিনা চাইছে নিজেদের সপ্তম অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ ট্রফি তুলে ধরতে।
বিভি/এজেড
মন্তব্য করুন: