গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শুক্রবার (১৭ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় মাঠে পারুলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোখলেছুর রহমান। আরও উপস্থিত ছিলেন পারুলী স্পোর্টিং ক্লাবের সভাপতি ও শ্রীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহানুর সরকার। রাজাবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান। শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম। রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি শাহাবুদ্দিন। ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীন মোহাম্মদ ও আফসার উদ্দীন। জহিরুল ইসলাম সিরাজি,বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিন। জুয়েল রানা ও মেম্বার বাড়ী চাইল্ড কেয়ারের শিক্ষক ফজর আলীসহ এলাকার গণ্যমান্য অনেকে।
উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টটি আশে পাশের ১০ গ্রামের ৫ সহস্রাধিক লোক উপস্থিত থেকে উপভোগ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোখলেছুর রহমান বলেন মাঝে মাঝে এই রকম ফুটবল টুর্নামেন্ট আয়োজন আমাদের যুব সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত,ও মোবাইলে আসক্ত যুবসমাজকে রক্ষা করবে। উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।
সবশেষে পারুলী স্পোর্টিং ক্লাবের সভাপতি ও প্রত্যেক সদস্যকে ধন্যবাদ ও সেরা খেলোয়াড়কে ক্রেষ্ট প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিভি/এআই
মন্তব্য করুন: