• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

একই সাথে মাশরাফি ও সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

প্রকাশিত: ১৯:০৭, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
একই সাথে মাশরাফি ও সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

মিরপুরের পিচে যখন সব ব্যাটার মন্থর গতিতে রান তুলছেন, তখন ক্যামিও ইনিংস খেলেছেন রিশাদ হোসেন। পরপর দুই দিন দারুণ ঝড় তুলেছেন। আর আজ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নয়া রেকর্ড গড়লেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের ৪৭তম ওভারে নয় নম্বরে ব্যাট হাতে ক্রিজে আসেন রিশাদ। এরপর ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন তিনি। এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ২৭৮.৫৭। যা ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। 

সেরা স্ট্রাইক রেটে আগের রেকর্ড ছিল বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ৫টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেন মাশরাফি। ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় সাকিব অপরাজিত ৪৪ রান করেছিলেন। দুই ম্যাচেই মাশাফি ও সাকিবের স্ট্রাইক রেট ছিল সমান- ২৭৫ করে। 

১৯ বছর পর মাশরাফি-সাকিবের রেকর্ড দখলে নিলেন রিশাদ। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ঐ ইনিংসে মুশির স্ট্রাইক রেট ছিল ২৭২.৭২।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2