• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

হার দিয়ে আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু পাকিস্তানের

প্রকাশিত: ০৯:৫৫, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হার দিয়ে আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু পাকিস্তানের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৫ রানের বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে প্রোটিয়াদের ৯ উইকেটে করা ১৯৪ রানের জবাবে ১১ বল আগে ১৩৯-এ অলআউট হয় সালমান আগারা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে টস হেরে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। রিজা হ্যানড্রিক্স ও কুইন্টন ডি ককের উদ্বোধনী জুটিতে চার ওভারে আসে ৪৪ রান। ডি কক ১৩ বলে ২৩ করে ফেরার পর হেনড্রিক্স ও টনি ডি জর্জির জুটিতে যোগ হয় ৪৯ রান। জর্জি ১৬ বলে ৩৩ করে মোহাম্মদ নওয়াজের শিকার হন।

এরপর হ্যানড্রিক্সের ৪০ বলে ৬০ আর জর্জ লিন্ডের ২২ বলে ৩৬ রানে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় প্রোটিয়ারা। বাঁ-হাতি স্পিনার নওয়াজ ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন। অফ স্পিনার সাইম আইয়ুব দুই উইকেট পান ৩১ রানের বিনিময়ে।

পাকিস্তানের ইনিংসে শাহেবজাদা ফারহান ও সাইমের উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। ফারহান ১৯ বলে ২৪ করে ফেরার পর সাইমের ২৮ বলে ৩৭ আর নওয়াজের ২০ বলে ৩৬ রানে হারের ব্যবধানটাই কমেছে মাত্র। ১০ মাস পর ফেরা বাবর আজম রানের খাতা খুলতে পারেননি।

পেসার কর্বিন বশ ১৪ রানে চারটি, বাঁ-হাতি স্পিনার লিন্ডে ২৬ রানে তিনটি ও আরেক পেসার লিজাড উইলিয়ামস ২১ রানে দুটি উইকেট নিয়ে ১৩৯-এ গুটিয়ে দেন স্বাগতিক ইনিংস। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2