স্লোভাকিয়ার জালে হাফডজন গোল দিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলো জার্মানি
বিশ্বকাপ বাছাই ফুটবলে নিজেদের শেষ ম্যাচে স্লোভাকিয়ার জালে রীতিমতো গোল উৎসব করে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিয়েছে জার্মানি। সোমবার রাতে ঘরের মাঠে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৬-০ ব্যবধানে। দুই দলের প্রথম দেখায় স্লোভাকিয়ার মাঠে ২-০ গোলে হেরেছিলো জার্মানি।
গত জুনে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে টানা দুই হারের পর সেপ্টেম্বরে এই স্লোভাকিয়ার বিপক্ষে হেরেই বিশ্বকাপ বাছাইয়ে যাত্রা শুরু করেছিলো জার্মানি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় হুলিয়ান নাগেলসমানের দল
'এ' গ্রুপে পরের চার ম্যাচে জয়ের পথে তিনটিতেই জাল অক্ষত রাখে তারা। ১০ গোল দিয়ে হজম করে মাত্র একটি। সেই ধারাবাহিকতায় শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে প্রতিশোধ নেওয়ার সুযোগ পাওয়া জার্মানদের গোলের নেশায় পেয়ে বসে।
ঘরের মাঠে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় তারা। ১৮ মিনিটে নিক ভল্টেমাডা, ২৯ মিনিটে সের্গে জিনাব্রি এবং ৩৬ ও ৪১ মিনিটে লেরয় সানে লক্ষ্যভেদ করেন। দ্বিতীয়ার্ধে লেখান বাকু ৬৭ মিনিটে ও আসান ওয়েদরেগো ৭৯ মিনিটে স্কোরলাইনে নাম তোলেন। জার্মানদের পুরোনো ক্ষতে প্রলেপ তেওয়ার জয়টা ধরা দেয় ৬-০ ব্যবধানে।
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই ২০২৬ বিশ্বকাপের মূলমঞ্চে উঠলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে স্লোভাকিয়া। বিশ্বকাপে যেতে তাদেরকে খেলতে হবে প্লে-অফ পর্ব।
বিভি/এজেড




মন্তব্য করুন: