• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট কাটলো নেদারল্যান্ডস

প্রকাশিত: ১৪:২৩, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপের টিকিট কাটলো নেদারল্যান্ডস

বাছাইপর্বে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে উঠেছে নেদারল্যান্ডস। সোমবার রাতে গ্রুপের শেষ রাউন্ডে ঘরের মাঠে লিথুনিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে তিনবারের বিশ্বকাপ ফাইনিলিস্টরা। 

বিশ্বকাপের টিকেট পেতে লিথুনিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই হতো নেদারল্যান্ডসের। কিন্তু ঘরের মাঠে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ডাচরা। গোলের দেখা পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। 

১৬ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস পেয়ে টিজানি রেইডার্স দলকে এগিয়ে নেন। ৩০ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। কিন্তু তার শট লাগে পোস্টে। দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে তিন গোল আদায় করে নেয় স্বাগতিকরা।

৫৮ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন কোডি হাকপো। প্রতিপক্ষের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়েছিলো ডাচরা। ৬০ মিনিটে হাকপোর পাস বক্সে পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন শাভি সিমন্স। এক মিনিট পর পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল ধরে বক্সে ঢুকে দলের চতুর্থ গোলটি করেন ডেনিয়েল মালেন। 

বাকি সময়ে সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি নেদারল্যান্ডস। আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকেই বাছাই পর্ব শেষ করলো নেদারল্যান্ডম। ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হওয়া পোল্যান্ড খেলবে প্লে-অফে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2