• NEWS PORTAL

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মিরপুর টেস্ট জিততে আর ৪ উইকেট দরকার টাইগারদের

প্রকাশিত: ১৯:০৬, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মিরপুর টেস্ট জিততে আর ৪ উইকেট দরকার টাইগারদের

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশ। টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪ উইকেট এবং আয়ারল্যান্ডের দরকার আরও ৩৩৩ রান। 

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৫০৯ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ১৭৬ রান করেছে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করেছিল। ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।  

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের তৃতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ৩৬৭ রানে এগিয়ে ছিল বাংলাদেশ। ২১১ রানে লিডের সাথে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৫৬ রান করেছিল টাইগাররা। সাদমান ইসলাম ৬৯ ও মোমিনুল হক ১৯ রানে অপরাজিত ছিলেন। 

চতুর্থ দিনের চতুর্থ ওভারে আয়ারল্যান্ড স্পিনার এন্ডি ম্যাকব্রিনের বলে এলবিডব্লিউ হন সাদমান। ৭টি চারে ১১৯ বল খেলে ৭৮ রান করেন তিনি। 

সাদমানের বিদায়ে ক্রিজে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসের মত এবারও দুই অংকে পা রাখতে ব্যর্থ হন তিনি। এবার ১ রান করেন প্রথম ইনিংসে ৮ রান করা শান্ত। 

১৭৪ রানে তৃতীয় উইকেট পতনের পর মোমিনুলের সাথে জুটি বাঁধেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। আয়ারল্যান্ড বোলারদের সামনে স্বাচ্ছেন্দ্যে রানের চাকা ঘুরিয়েছেন তারা। এতে মোমিনুল সেঞ্চুরির সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ব্যক্তিগত ৮৭ রানে লেগ স্পিনার গ্যাভিন হোয়ের শিকার হন মোমিনুল। ১১৮ বল খেলে ১০টি চার মারেন তিনি। 

মোমিনুলের আউটের পরই ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে জয়ের জন্য ৫০৯ রানের বড় টার্গেট পায় আয়ারল্যান্ড। 

তৃতীয় উইকেটে মোমিনুল-মুশফিক ১২৩ রানের জুটি গড়েন। ২টি চার ও ১টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। হোয়ে ২টি, জর্ডান নিল-এন্ডি ম্যাকব্রিন ১টি করে উইকেট নেন।

৫০৯ রানের টার্গেটে খেলতে নেমে ২৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় আয়ারল্যান্ড। এন্ডি বলবির্নিকে ১৩ ও পল স্টার্লিংকে ৯ রানে শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম। বলবির্নিকে আউট করে সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ শিকারের মালিক হন তাইজুল।

তৃতীয় উইকেটে ৫১ রানের জুটিতে শুরুর চাপ সামাল দেন চ্যাড কারমাইকেল ও হ্যারি টেক্টর। ১৯ রান করা কারমাইকেলকে শিকার করে জুটি ভাঙ্গেন বাংাদেশের আরেক স্পিনার হাসান মুরাদ। 

৭৭ রানে ৩ উইকেট পতনের পর দলকে ৪১ রান এনে দেন টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে মুরাদের দ্বিতীয় শিকার হয়ে ৫০ রানেই থেমে যান টেক্টর।
প্রথম ইনিংসে অপরাজিত ৭৫ রান করা লরকান টাকারকে দ্বিতীয় ইনিংসে দ্রুত বিদায় দেন পেসার খালেদ আহমেদ। ৭ রান করেন টাকার। 

১২৭ রানে আয়ারল্যান্ডের পঞ্চম উইকেট পতনে আজই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। তখনও দিনের প্রায় ১৮ ওভার খেলা বাকী ছিল। কিন্তু ষষ্ঠ উইকেটে স্টিফেন ডোহানিকে নিয়ে ৮১ বলে ৩৬ এবং সপ্তম উইকেটে ম্যাকব্রিনের সাথে ২৫ বলে ১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে টেস্টকে পঞ্চম দিনে নিয়ে যান ক্যাম্ফার। 

ডোহানি ১৫ রানে তাইজুলের শিকার হলেও, ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রিন ১১ রানে অপরাজিত আছেন। তাইজুল ৩টি, মুরাদ ২টি ও খালেদ ১টি উইকেট নেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2