• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

অ্যাশেজ ২০২৫

বোলারদের ইতিহাসগড়া পার্থ টেস্টে ট্রেভিস ঝড়ে জয় অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ১৬:১৭, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বোলারদের ইতিহাসগড়া পার্থ টেস্টে ট্রেভিস ঝড়ে জয় অস্ট্রেলিয়ার

বছরের শেষ দিকে এসে ক্রিকেটের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে অ্যাশেজ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এই টেস্ট দ্বৈরথ নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবারের সিরিজে প্রথম টেস্টের প্রথম দিনেই পড়েছিল ১৯ উইকেট। আর দ্বিতীয় দিনের শেষ সেশনেই বের হয় খেলার ফলাফল। ১০৪ বছর পর ঘটলো এমন ঘটনা।

পার্থে প্রথম টেস্টে উইকেট শিকারের পসরা সাজিয়ে বসেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। তাতে তিন ইনিংসে দাপট দেখালেন বোলাররা। আর চতুর্থ ইনিংসে সবটা আলো কেড়ে নিলেন ট্রেভিস হেড। বিশ্ব রেকর্ড গড়া দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে এনে নিলেন ৮ উইকেটের বড় জয়।

অস্ট্রেলিয়াকে ১৩২ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে বড় সংগ্রহের দিকেই যাচ্ছিল তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও বোলারদের তোপ। তাতে মাত্র পাঁচ ইংলিশ ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংকের কোটা। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন গাস অ্যাটকিনসন। পরের চার ইনিংস- অলি পোপ (৩৩), বেন ডাকেট ২৮, ব্রেন্ডন কার্স (২০) ও জেমি স্মিথ (১৫)।

অজিদের হয়ে তোপ দাগেন স্টার্ক-বল্যান্ড-ডগেট ত্রয়ী। সমান ৩টি করে উইকেট স্টার্ক ও ডগেটের। সর্বোচ্চ ৪ উইকেট তুলে নেন বল্যান্ড।

চতুর্থ ইনিংসেও বোলারদের দাপট দেখার অপেক্ষায় ছিল সবাই। তবে হেড দেখালেন উল্টোটা। টি-টোয়েন্টি স্টাইলে খেলে পাল্টা আক্রমণে ইংলিশদের স্রেফ এলোমেলো করে দিয়েছেন অজি তারকা। ২০৪ রান তাড়া করতে নেমে হেড একাই করেছেন ৮৩ বলে ১২৩।

হেড শতরান স্পর্শ করেছেন ৬৯ বলে যা টেস্টে চতুর্থ ইনিংসে রানতাড়ায় দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। আর হেডের রেকর্ডে ভর করে অস্ট্রেলিয়া লক্ষ্য পেরিয়ে গেছে মাত্র ২ উইকেট হারিয়ে। শেষদিকে হেড আউট হলেও জয় তখন স্রেফ সময়ের ব্যাপার ছিল।

এই ম্যাচ শেষ হয়েছে দুই দিনে। বোলিং-ব্যাটিংয়ে রেকর্ডের ছড়াছড়ি হওয়া ম্যাচে এটাও নাম লিখিয়েছে রেকর্ডের পাতায়। অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের অ্যাশেজ ইতিহাসে দুই দিনের মধ্যে কেউ টেস্ট হারল ১০৪ বছর পর। ১৯২১ সালের মে মাসে নটিংহামে অস্ট্রেলিয়া দুই দিনে জিতেছিল ১০ উইকেটে। শুধু তাই নয়, প্রথম-দ্বিতীয় ও তৃতীয় ইনিংসে ওপেনিং জুটিতে কোনো রানই আসেনি। যা টেস্ট ইতিহাসে প্রথম ঘটলো।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2