• NEWS PORTAL

  • শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সাকিবকে নামিয়ে সিংহাসনে বসলেন তাইজুল

প্রকাশিত: ১৪:৫৪, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৬, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাকিবকে নামিয়ে সিংহাসনে বসলেন তাইজুল

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের সিংহাসন এখন তাইজুল ইসলামের দখলে। শনিবার (২২ নভেম্বর) সাকিব আল হাসানকে নামিয়ে তিনি বসেন সিংহাসনে।

এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দলটির ওপেনার বলবার্নিকে ফিরিয়ে সাকিবকে টপকে টেস্টে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক হন তাইজুল।

ইতিহাস গড়তে ১ উইকেট দূরে ছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে সেই ঐতিহাসিক উইকেটটি পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তার। টেস্টে তাইজুলের উইকেট এখন ২৪৭টি। পরে অবশ্য আরও একটি শিকার করেছেন।

দলীয় ২৩ রানে ষষ্ঠ ওভারের শেষ বলে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান অ্যান্ডি বলবার্নি। আইরিশ অধিনায়ক ১৯ বলে ১৩ রান করেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

২০১৪ সালে টেস্টে অভিষেক করা তাইজুল শুরু থেকেই আলো ছড়িয়ে এক সময় হয়ে উঠেন দলের অন্যতম ভরসা। সাকিবের অবসরের পর থেকে ঘরের মাঠে খেলা হলে তাইজুলই এখন বাংলাদেশের মূল বোলার। আর সেই দায়িত্বটিও তিনি পালন করে যাচ্ছেন ঠিকঠাকভাবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2