• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

বিশ্বকাপে নেইমারের খেলার শর্তে এখনো অনড় আনচেলত্তি

প্রকাশিত: ১৩:৪৭, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিশ্বকাপে নেইমারের খেলার শর্তে এখনো অনড় আনচেলত্তি

আগের শর্তে এখনো অনড় থেকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, শুধু 'শতভাগ ফিট’ খেলোয়াড়রাই ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পাবেন। নেইমার ও ভিনিসিয়ুসের ক্ষেত্রেও নিয়মটি শিথিল করা হবে না। 

সম্প্রতি ব্রাজিলের টিভি চ্যানেল ‘রেকর্ড’-এর অনুষ্ঠান ‘স্পোর্ত রেকর্ড’-এ এই মন্তব্য করেন আনচেলত্তি।

চোটের কারণে দুই বছরের বেশি সময় ধরে ব্রাজিল দলের বাইরে নেইমার। তার বিষয়ে আনচেলত্তি আগেই বলে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে শতভাগ ফিটনেস ফিরে পেতে হবে। ব্রাজিলের জার্সিতে নেইমার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে।

‘এসিএল’ চোটের কারণে তার পায়ে তখন অস্ত্রোপচার করা হয়। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও সেটা নিয়মিত নয়। সম্প্রতি বাঁ-পায়ের হাঁটুতে চোট নিয়ে সান্তোসের ম্যাচ খেলতে নেমে গোলও করেন ৩৩ বছরের ফরোয়ার্ড। আগামী বছরের মার্চে প্রীতি ম্যাচ খেলবে আনচেলত্তির দল। এরপর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে।

‘স্পোর্ত রেকর্ড’ অনুষ্ঠানে আনচেলত্তি বলেছেন, ‘ভালো খেলোয়াড়ের অভাব নেই। যারা শতভাগ ফিট থাকবে, তাদেরকেই বেছে নেওয়া হবে। এটা শুধু নেইমার নয়, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুসের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট হলে অন্য কাউকে দলে ডাকা হবে, যে শতভাগ ফিট। কারণ, এটা এমন একটা দল, যেখানে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে আক্রমণভাগে। সেখানে বেশ ভালো কিছু খেলোয়াড় আছে।' 

বিভি/এজেড

মন্তব্য করুন: