• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

অঘোষিত ফাইনালে টস হারলো বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

প্রকাশিত: ১৩:৫৭, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৯, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অঘোষিত ফাইনালে টস হারলো বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

টেস্ট সিরিজে দাপুটে জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে একটু খেই হারিয়েছিল বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই জয় পেয়ে ঘুরে দাঁড়িয়েছে। আজ সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করছে আইরিশরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হচ্ছে ম্যাচটি। আজকের ম্যাচ যে জিতবে, সিরিজ তার পকেটে ঢুকবে।

টি-টোয়েন্টিতে আইরিশদেরই ভিন্ন রূপ। প্রথম ম্যাচে বাংলাদেশকে অনেকটা নাস্তানাবুদ করে ম্যাচ জিতেছে আইরিশরা। ঘরের মাঠে দুর্বল আয়ারল্যান্ডের কাছে সিরিজ খোয়ানোর আশঙ্কাও তৈরী হয়। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়িয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। শেষ ম্যাচটা তাই সিরিজে অঘোষিত ফাইনাল।

আজকের ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। শামীম হোসেন, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকে ডাকা হয়েছে আজকের একাদশে। বাদ পড়েছেন  তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, টিম টেক্টর, হ্যারি টেক্টর, লকরান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক এডাইর, ক্রেইগ ইয়াং, ম্যাথু হাম্ফারিস ও বেন হোয়াইট।

বিভি/এজেড

মন্তব্য করুন: