• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

লা লিগায় বার্সেলোনা-অ্যাতলেটিকো হাইভোল্টেজ ম্যাচ আজ

প্রকাশিত: ১৪:৪৬, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
লা লিগায় বার্সেলোনা-অ্যাতলেটিকো হাইভোল্টেজ ম্যাচ আজ

স্প্যানিশ লা লিগায় আজ বার্সেলোনা-অ্যাতলেতিকো মাদ্রিদ 'হাইভোল্টেজ' লড়াই। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে গড়াবে ম্যাচটি। ১৪ রাউন্ডের খেলা শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সালোনা লিগ টেবিলের শীর্ষে থেকে ঘরের মাঠে ম্যাচটি খেলবে।  

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়া বার্সা চলতি লা লিগায় আছে জয়ছন্দে। হ্যান্সি ফ্লিকের দলটি টানা চার জয়ে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এক পয়েন্ট পেছনে ফেলে। 

গত শনিবার লিগে সবশেষ ম্যাচেও ঘরের মাঠে তিন গোলের উৎসব করে আলাভেসকে হারায় তারা ৩-১ ব্যবধানে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়া কাতালান জায়ান্টদের লামিনে ইয়ামাল সমতায় ফেরানোর পর দানি ওলমো জোড়া গোল করেন। 

ন্যু ক্যাম্পেই আগের ম্যাচে অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় ছিলো ৪-০'তে। সে ম্যাচে ফেররান তরেসের জোড়া গোলের সঙ্গে রবের্ত লেভান্দোভস্কি ও ফের্মিন লোপেস লক্ষ্যভেদ করেন। 

লিগ টেবিলে বার্সার চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে চারে থাকা অ্যাতলেতিকোও  আছে জয়ছন্দে। হারে লিগ শুরুর পর টানা ১৩ ম্যাচে অপরাজিত দিয়েগো সিমেওনির দল সবশেষ ছয়টিতেই জয়োৎসব করেছে। চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে মাদ্রিদ ক্লাবটি।

বিভি/এজেড

মন্তব্য করুন: