• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

৩৫৯ রানের পাহাড়সম টার্গেট টপকে জিতে গেলো দক্ষিণ আফ্রিকা

ভারতকে হারিয়ে সিরিজে সমতা 

প্রকাশিত: ০৮:৩২, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৩৫৯ রানের পাহাড়সম টার্গেট টপকে জিতে গেলো দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের দেওয়া ৩৫৯ রানের পাহাড়সম টার্গেট টপকে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। কোহলি-রুতুরাজের সেঞ্চুরির জবাবে মার্করামের সেঞ্চুরি আর ম্যাথিউ-ব্রেভিসের ফিফটির পর করবিন বসের ব্যাটিং নৈপুণ্যে প্রোটিয়ারা ৪ উইকেটের জয় পায়।

বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দ. আফ্রিকা।

আগে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও পরবর্তীতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভিরাট কোহলি ও রুতুরাজ গায়েকায়াড়। ভিরাটের টানা দ্বিতীয় সেঞ্চুরির দিনে গায়কোয়াড় দেখা পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের রেকর্ড ১৯৫ রানের পার্টনারশিপে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান সংগ্রহ করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকার রানের চাকা সচল রাখেন এইডেন মার্করাম ও টেম্বা বাভুমে। বাভুমা ফেরেন ৪৬ রানে। শতক হাঁকিয়ে ১১০ রানে ফেরেন মার্করাম।

ম্যাথিউ ও ব্রেভিস এরপর হাল ধরেন। দুজনই হাঁকান ফিফটি। আর শেষটায় কেশব মহারাজকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন করবিন বস।

আগামী শনিবার বিশাখাপত্তনমে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2