ইনজুরিকে চোখ রাঙিয়ে তিন বছর পর হ্যাটট্রিক করলেন নেইমার
ছবি: নেইমার (সংগৃহীত)
দল কাঁপছে অবনমন শঙ্কায় আর নেইমার ইনজুরি শঙ্কা নিয়ে মাঠের বাইরে বসে থাকবেন! শৈশবের প্রিয় দলকে উদ্ধারের মিশনে তাই ঝুঁকি নিয়েই নেমে পড়েছেন। চোটগ্রস্ত হাঁটু নিয়েও নেইমার কতোটা ভয়ঙ্কর হতে পারেন তার প্রমাণ পেলো বিশ্ব। সেই ভয়ঙ্কর আগুনে পুড়লো জুভেন্তুদ। ব্রাজিলিয়ান সিরি আ’য় হ্যাটট্রিক করে মাতালেন নেইমার। দীর্ঘ ৩ বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন ব্রাজিলিয়ান প্রিন্স।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে নেইমারের হ্যাটট্রিকে ভর করে জুভেন্তুদকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে গোল তিনটি করেছেন ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক এই তারকা। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বের হয়ে এসেছে সান্তোস।
৩৭ ম্যাচ শেষে ১১ জয় ও ১১ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ১৪ নাম্বারে আছে সান্তোস। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে পেইজিরা।
গত সপ্তাহে ক্লাবের সূত্র ইএসপিএন ব্রাজিলকে জানিয়েছিল যে, ৩৩ বছর বয়সী নেইমারের মৌসুমের শেষে বাম হাঁটুর মেনিসকাস ইনজুরি সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। সূত্র আরও জানিয়েছে, সান্তোসের শেষ দুই ম্যাচে নেইমার খেলেছেন ব্যথা উপশমের চিকিৎসা নিয়ে।
২০২২ সালের এপ্রিলের পর প্রথমবারের মতো হ্যাটট্রিক করলেন নেইমার। পিএসজির হয়ে ক্লেরেমন্তের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
এদিন জুভেন্তুদের বিপক্ষে ৫৬ মিনিটে দ্রুতগতিতে তৈরি কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোলটি করেন নেইমার। ১০ মিনিটের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার জ্বলে ওঠেন এই ৩৩ বছর বয়সী। ইগর ভিনিসিউসের ক্রস থেকে বল জালে পাঠান।
এরপর পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮৩ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। শেষ ২ ম্যাচে এই নিয়ে ৪ গোল করলেন নেইমার। সব মিলিয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচে ৮ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন তিনি।
আগামী রবিবার (৭ ডিসেম্বর) ক্রুজেইরোর বিপক্ষে লিগ মৌসুমের শেষ ম্যাচ খেলবে সান্তোস।
বিভি/এআই




মন্তব্য করুন: