আবারও সেঞ্চুরি করলেন কোহলি, শততম হতে কতো বাকি
ছবি: বিরাট কোহলি
আবারও সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ভারতীয় এই তারকা ক্রিকেটার পরপর দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকালেন। ফলে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটে ৮৪টি সেঞ্চুরির মালিক তিনি।
সাউথ আফ্রিকার বিরুদ্ধে করা এই সেঞ্চুরির পর কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরির মাইলফলক ছুঁতে আর কতো বাকি তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ১০০টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে হলে কোহলিকে আরও ১৬টি সেঞ্চুরি করতে হবে।
বিরাট কোহলি ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফর্মে থাকা সত্ত্বেও সমালোচনা এড়াতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি।
ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন; টেস্ট ক্রিকেট থেকে এত তাড়াতাড়ি কোহলির অবসর নেওয়া ঠিক হয়নি। যদি টেস্ট আর ওয়ানডে আরও কিছু দিন খেলতেন; তাহলে ১০০টি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা তার জন্য সহজ হতো।
এখন শুধু মাত্র ওয়ানডে খেলে শততম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা বিরাট কোহলির জন্য কঠিন হয়ে গেলো। ২৮০দিন পর সেঞ্চুরি পেলেন কোহলি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন।
গত রবিবার ভারতের রাচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে ভারত। এদিন ওয়ানডে ক্রিকেটে ৫২তম সেঞ্চুরি করেন কোহলি।
আজ বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও তিন অঙ্কের মাইলফলক স্পর্শ করেন কোহলি। এদিন তিনি ৯০ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০০ রান পূর্ণ করেন। ওয়ানডে ক্রিকেটে এটা তার ৫৩তম সেঞ্চুরি। পরে ৯৩ বলে ১০২ রানে লুঙ্গি এনগিডির বলে আউট হন তিনি।
বিভি/এআই




মন্তব্য করুন: