১ ওভারে ৩ উইকেট নিয়ে ফের আলোচনায় মুস্তাফিজ
ছবি: সংগৃহীত
ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে নিজের পঞ্চম ম্যাচে এক ওভারে তিন উইকেট নিয়ে ফের আলোচনায় মুস্তাফিজুর রহমান। তবে দুবাইয়ে এমআই এমিরেটসদের বিপক্ষে ইনিংসের ১৮তম ওভারে তার এই পারফরমেন্স জেতাতে পারেনি দুবাই ক্যাপিটালসকে। হেরেছে ৭ রানে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুবাই স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা এমিরেটসের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। রান দেন ১০। তাকে ১৬তম ওভারে ফিরিয়ে আনেন ক্যাপিটালসের অধিনায়ক দুসান শানাকা। এবার একটি ওয়াইডসহ ৭ রান দেন। এই বাঁ-হাতি পেসার ১৮তম ওভারের প্রথম, তৃতীয় ও পঞ্চম বলে উইকেট তুলে নেন। খরচ করেন মাত্র এক রান। প্রথম বল ছিলো অফ কাটার, রশিদ খান মিড অফে ক্যাচ দেন দাসুন শানাকার হাতে। তৃতীয় বল ছিলো স্লোয়ার, টম ব্যান্টন মিড উইকেটে ডু প্লয়ের হাতে ক্যাচ দেন। পঞ্চম বল ছিলো অফ স্টাম্পের বাইরে, এএম গজনফর স্লিপে ক্যাচ দেন ডু প্লয়ের হাতে। ইনিংসের শেষ ওভারে ১৬ রান দেন মুস্তাফিজ। তবে উইকেটও পেতে পারতেন। চতুর্থ বলে রোমারিও শেফার্ডের বাউন্ডারিতে দেওয়া ক্যাচ হাতে নিয়েও ফেলে দেন জর্ডান কক্স।
আগের চার ম্যাচে ৬ উইকেটে নেওয়া মুস্তাফিজের বোলিং ফিগার এদিন, চার ওভার শূন্য মেডেন ৩৪ রান তিন উইকেট। জনি বেয়ারস্টো'র ৪০ বলে ৬৭ রানে এমিরেটসের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৩৭-এ। জবাবে ১৩০ রানে অলআউট হয় ক্যাপিটালস। কক্স ৪১ বলে ৪৬ করেন। মুস্তাফিজ ১ রান করে রান আউট হন।
বিভি/এআই




মন্তব্য করুন: