• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ঘাম ঝরিয়ে তালাভেরাকে হারিয়ে শেষ ষোলোয় রিয়াল

প্রকাশিত: ১১:০৪, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঘাম ঝরিয়ে তালাভেরাকে হারিয়ে শেষ ষোলোয় রিয়াল

ছবি: সংগৃহীত

তৃতীয় স্তরের ক্লাব তালাভেরাকে হারাতে ঘাম ঝরলো রিয়াল মাদ্রিদের। বুধবার (১৭ ডিসেম্বর) প্রতিপক্ষের মাঠে স্প্যানিশ কাপ কোপা দেল রে'র শেষ ৩২-এর ম্যাচে মাদ্রিদ জায়ান্টদের জয় ৩-২ ব্যবধানে। দুই অর্ধে দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের অন্য গোলটি আত্মঘাতি। 

লা লিগায় গত রবিবার আলাভেসের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচের একাদশ থেকে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম ও অঁহেলিয়া চুয়ামেনিকে বেঞ্চে রেখে তালাভেরার মাঠে খেলতে নামে রিয়াল। মূল গোলরক্ষক থিবো কোতোর্য়াকে স্কোয়াডের বাইরে রেখে পোস্টে আন্দ্রি লুনিনকে দায়িত্ব দেন কোচ জাভি আলোন্সো।

বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো রিয়াল ৪১ মিনিটে এগিয়ে যায় এমবাপ্পের সফল স্পট কিকে। ডি-বক্সে তালাভেরার ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। চার মিনিট পর আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুন করে অতিথি দল। এমবাপ্পের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান স্প্যানিশ ডিফেন্ডার ফরান্দো। ৮০ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে তালাভেরা। আট মিনিটের মধ্যে ব্যবধান পুনরুদ্ধার করেন এমবাপ্পে।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ফরাসি তারকার ২৩ ম্যাচে গোল হলো ২৮টি। রিয়ালের জার্সিতে সংখ্যাটা ৭২-এ উন্নীত হলো। যোগ করা সময়ের প্রথম মিনিটে তালাভেরা ব্যবধান আবার কমিয়ে আনলেও রিয়ালের জয় রুখতে পারেনি। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2